নান, বিকাশ ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রতিদিনের মতো সোমবার রাতেও দোকান বন্ধ করে ব্যাগে ভরে বাসার দিকে রওনা হচ্ছিলেন। আগে থেকে ওত পেতে থাকা পাঁচ থেকে ছয়জনের একদল দুর্বৃত্ত সাইফুল ইসলামকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা তিনটি ককটেল ফাটিয়ে প্রাইভেটকার করে পালিয়ে যায়। এরপর সাইফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা সফিপুর মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সভার এনাম মেডিকেল কলেজে পাঠায়।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, একদল দুর্বৃত্ত বিকাশ ব্যবসায়ী সাইফুলকে কুপিয়ে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।