রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

মেঘনা নদী থেকে ৮টি ড্রেজারসহ ১৬ জন আটক

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩১ বার পঠিত হয়েছে
মেঘনা নদীতে থেকে ১৬ জনকে আটক। ছবি : MAX TV BD

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী ৮টি ড্রেজারসহ ১৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) দিনভর অভিযান শেষে সন্ধ্যায় আটকদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়।

চাঁদপুর সদরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান খানের নেতৃত্বে এই অভিযানে অংশ নেয় নৌ-পুলিশ।

চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইকবাল হোসেন জানান, মেঘনা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। সেখানে অভিযান চালিয়ে ৮টি ড্রেজার জব্দ করা হয়। এ সময় ড্রেজারে থাকা ১৬ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। তীরবর্তীতে এলাকার ভাঙন বৃদ্ধি পায় এবং মৎস্য সম্পদ, জীববৈচিত্র্য ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। এটি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা এবং দণ্ডবিধির ৪৩১ ধারা লঙ্ঘন।

জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং বালু বর্তমানে নৌ-পুলিশের হেফাজতে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা এবং তদন্ত সাপেক্ষে ড্রেজারগুলোর মালিকদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান নির্বাহী মাজিস্ট্রেট।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর