আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি চেয়েছেন। যদি তার অভিষেক অনুষ্ঠানের মধ্যে জিম্মিদের মুক্তি না দেয়া হলে তাহলে হামাসকে চরম মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। খবর আল জাজিরা
গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে জয় পাওয়ার পর ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে সরব হয়েছেন। গতকাল সোমবার (২ ডিসেম্বর) তিনি এ বিষয়ে আরও জোর দিয়েছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের আগেই তিনি এ যুদ্ধে শেষ চান।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেছেন, ‘গত এক বছরের বেশি সময় ধরে গাজায় চলা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন শুরু আলোচনাই চালিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।’
ট্রাম্প বলেন, ‘২০২৫ সালের ২০ জানুয়ারি আমার অভিষেক অনুষ্ঠান। যদি তার আগে জিম্মিদের মুক্তি দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি ঘটবে। যুক্তরাষ্ট্র এমন আঘাত হানবে, যা এর আগে তার দীর্ঘ ইতিহাসে কখনও ঘটেনি। যারা মানবতাবিরোধী অপরাধ ও সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট, তাদের সবাইকে নরকে পাঠানো হবে।’
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখন্ডে ইতিহাসের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। ভয়াবহ এ অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন প্রায় ৪৪ হাজার ৪০০ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও এক লক্ষাধিক।