তুরাগ নদের তীরে চলমান জোড় ইজতেমায় মো. শহিদুল ইসলাম (৬৫) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সিরাজগঞ্জ সদর থানার বাসিন্দা। এ নিয়ে জোড় ইজতেমার চার দিনে ৪ মুসল্লির মৃত্যু হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম)-এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান।
জানা যায়, টঙ্গীর তুরাগ নদের তীরে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার চতুর্থ দিনে আমল করার সময় শহিদুল ইসলাম বুকে ব্যথা অনুভব করেন। পরে তার ছেলের মাধ্যমে আশুলিয়ার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
সোমবার (২ ডিসেম্বর) ফজর বাদ ইজতেমা মাঠে মৃত ব্যক্তির জানাজা শেষে নিজ বাড়িতে নিয়ে যায় তার পরিবার।
মারা যাওয়া মুসল্লিরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার মো. শহিদুল ইসলাম (৬৫), ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম আকন্দ (৭২), রংপুর জেলার কোতোয়ালি থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫) ও দিনাজপুর সদর থানা শহরের মস্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউসার আলী (২৮)।
এর আগে আজ বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা হাফি। সকাল ১০টায় ওলামাদের বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এরপর মূল প্যান্ডেলে বয়ান করেন বেঙ্গালুরের মাওলানা ফারুক।
উল্লেখ্য, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম)-এর প্রস্তুতি পর্বের পাঁচ দিনের জোড় ইজতেমা চলছে। এই জোড় ইজতেমা ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছে, যা শেষ হবে ৩ ডিসেম্বর।