শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

সামান্য ভুলে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ান হাজারো সমর্থক, ১০০ মানুষের করুণ পরিণতি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত হয়েছে
দু'পক্ষের কমপক্ষে ১০০ জন প্রাণ হারায়। ফাইল ছবি

ফুটবল ম্যাচ চলাকালে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ান কয়েক হাজার দর্শক, কট্টর সমর্থক। গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়েন সহিংস সমর্থকেরা। স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের বরাতে বলা হয়, এতে দু’পক্ষের কমপক্ষে ১০০ জন প্রাণ হারায়। স্থানীয় সময় রোববার (১ ডিসেম্বর) পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে এই সহিংসতার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির বরাতে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে।

প্রতিবেদনে বলা হয়, রোববার গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরেকোরেতে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। একজন চিকিৎসক বলেন, ‘প্রায় ১০০ জন মারা গেছেন’ এবং স্থানীয় হাসপাতাল ও মর্গ মৃতদেহে সয়লাব হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক বলেন, ‘হাসপাতালের যেখানেই চোখ যায়, কেবল নিথর দেহ আর দেহ। অনেক দেহ করিডরের মেঝেতেও পড়ে আছে। মর্গটি ইতোমধ্যে পুরোপুরি ভরে গেছে।

স্থানীয় হাসপাতালটির চিকিৎসকদের গণমাধ্যমের সঙ্গে কথা বলা অনুমতি নেই বিধায় অপর এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নিহতের সংখ্যা কয়েক ডজন।’ তিনি প্রকৃত সংখ্যা উল্লেখ করতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় স্টেডিয়ামের বাইরে রাস্তায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অনেক মানুষে দৌড়ে পালাচ্ছেন এবং বহু মানুষ মাটিতে পড়ে আছেন। তবে তারা মারা গেছেন নাকি আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, শতাধিক মানুষ মারা যাওয়া ছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর