শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত হয়েছে
আফগানিস্তান ক্রিকেট দল

চলতি মাসেই জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান। যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিনটি করে ম্যাচ খেলবে দুই দল। দুই ফরম্যাটের জন্যই দল ঘোষণা করেছে ক্রিকেট আফগানিস্তান। লম্বা সময় পর দলে ফিরেছেন মুজিব উর রহমান। আঙুলের চোটের কারণে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে পারেননি এই অফ স্পিনার।

মুজিব ছাড়াও টি-টোয়েন্টিতে ফিরেছেন ডারউইশ রাসূলী। তাদের দুই জনের ফেরার সিরিজে প্রথমবার ২০ ওভারের ক্রিকেটের দলে ডাক পেয়েছেন জুবাইদ আকবরী।

আসন্ন জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজের সূচিতে বদল এনেছে জিম্বাবুয়ে। পুরনো সূচি অনুযায়ী ৯, ১১ এবং ১২ ডিসেম্বর হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি সিরিজটি।

নতুন সূচিতে ১১, ১৩ এবং ১৪ ডিসেম্বর হবে ২০ ওভারের ম্যাচগুলো। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড : রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নবী, ডারউইশ রাসূলী, জুবাইদ আকবরী, গুলবাদিন নায়েব, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, নাঙ্গিয়াল খারোটি, মুজিব উর রহমান, নূর আহমদ, ফজলহক ফারুকি, ফরিদ আহমদ ও নাভিন উল হক।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড : হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ – (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আব্দুল মালিক, সেদিকউল্লাহ অটল, ডারউইশ রাসূলী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, মোহাম্মদ গাজানফার, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান ও ফরিদ আহমেদ মালিক।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর