ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। তবে সাম্প্রতিক দর্শকমহলে নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘অন্তরা’ নামেই খ্যাতি তার। এ নামেই এখন বেশি জনপ্রিয় তিনি। আর দর্শকদের এই অন্তরা কয়েক বছর হলো বিয়ে করেছেন। ইতোমধ্যে কন্যাসন্তানের মাও হয়েছেন এ অভিনেত্রী।
বিয়ে হলেও অভিনয়ে নিয়মিত দেখা যেত অভিনেত্রী ফারিয়া শাহরিনকে। তবে কন্যাসন্তান জন্মের পর এখন অনেকটা অনিয়মিত তিনি। এরপরও দর্শকরা খোঁজেন তাকে। কবে পর্দায় দেখা যাবে সেই প্রশ্ন থাকে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের।
এ অবস্থায় নাটকে এই অভিনেত্রীর নাটকে ফেরা নিয়ে যখন নানা প্রশ্ন, তখন বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে অভিনয়ে দেখতে না পাওয়ার কারণ জানিয়েছেন তিনি। আরও জানিয়েছেন আপাতত নাটকে কাজ করবেন না দর্শকদের ‘অন্তরা’।
রোববার (১ ডিসেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। এ জন্য সবার রিপ্লাই একসঙ্গে দিচ্ছি―আপাতত নাটকে কাজ করছি না। কবে করব এটাও জানি না। কিন্তু ভালো টিভিসি হলে করব।’