রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ বার পঠিত হয়েছে
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: MAX TV BD

মাদারীপুরে গরুবাহী পিকআপভ্যান ও ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। সোমবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার মঠের বাজার এলাকায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক এই ঘটনা ঘ‌টে।

নিহতের নাম গিয়াসউদ্দিন হাওলাদার। তিনি সদর উপজেলার কালিরবাজার এলাকার আলেফ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে গরু বোঝাই একটা পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে পিকআপের যাত্রী গরু ব্যবসায়ী গিয়াসউদ্দিন হাওলাদারের মৃত্যু হয়। এছাড়াও পিকআপভ্যানের ড্রাইভারসহ  পিকআপে থাকা আরো চারজন গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়। আহত সবাই এখন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মঠের বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর