শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

ক্ষমতা ছাড়ার আগে ছেলেকে ক্ষমা করলেন বাইডেন

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত হয়েছে
জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনকে আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকি সম্পর্কিত মামলায় ক্ষমা করেছেন। যদিও আগে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে তাকে ক্ষমা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। খবর আলজাজিরার

স্থানীয় সময় রোববার (০১ ডিসেম্বর) বাইডেন এক বিবৃতিতে বলেন, তার ছেলেকে তার পারিবারিক নামের কারণে টার্গেট করা হয়। তার বিরুদ্ধে দেখে-শুনে ও অন্যায়ভাবে এই অভিযোগ আনা হয়েছে।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাইডেন বলেন, হান্টারকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা হয়েছে। যদিও সে গত পাঁচ বছর ধরে মাদকমুক্ত রয়েছে। এমনকি টানা আক্রমণ ও নির্বাচনমূলক বিচারের মুখেও।

তিনি বলেন, হান্টারকে বিপর্যস্ত করতে গিয়ে, তারা আমাকে বিপর্যস্ত করার চেষ্টা করেছে। বিশ্বাস করার কোনো কারণ নেই যে এটি এখানেই থামবে। যথেষ্ট হয়েছে।

নিজের নেয়া সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে বাইডেন বলেন, তার কর্মজীবনে তিনি সর্বদা জনগণকে সত্য বলার নীতি অনুসরণ করেছেন। কারণ তিনি বিশ্বাস করেন যে আমেরিকানরা ন্যায়পরায়ণ।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সত্য হলো : আমি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি, কিন্তু আমি এই বিষয়ে চিন্তা করার সময় বুঝেছি যে কাঁচা রাজনীতি এই প্রক্রিয়াটিকে প্রভাবিত করেছে এবং এটি ন্যায়বিচারের অপব্যবহার ঘটিয়েছে। যখন আমি এই সপ্তাহান্তে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, তখন এটি আর দেরি করার কোনো কারণ দেখিনি। আমি আশা করি আমেরিকানরা বুঝতে পারবেন কেন একজন বাবা ও একজন প্রেসিডেন্ট এই সিদ্ধান্তে আসবেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর