ইরানের শাসকদের বিরুদ্ধে কথা বলায় কারাদণ্ড দেয়া হয়েছিল দেশটির র্যাপার তোমাজ সালেহিকে। এক বছর কারাভোগ শেষে তাকে গতকাল রোববার (০১ ডিসেম্বর) মুক্তি দেয়া হয়েছে। ইরানের আইন বিষয়ক সংবাদ সংস্থা মিজান আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স
২০২২ ও ২০২৩ সালে সরকার বিরোধী বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ইরানের বিপ্লবী আদালত চলতি বছরের এপ্রিলে তাকে মৃত্যুদণ্ড দেয়। পরবর্তীতে জুনে ইরানের সুপ্রিম কোর্ট সেই আদেশ বাতিল করে দেয়।
ইসলামি ড্রেসকোড অনুযায়ী হিজাব পরিধান না করায় ২০২২ সালে ২২ বছর বয়সী কুর্দিস ইরানি তরুণী মাহসা আমিনিকে গ্রেপ্তার করে দেশটির নৈতিক পুলিশ। পরবর্তীতে জেল হেফাজতে তার মৃত্যু হয়। এরপর তার মৃত্যুকে কেন্দ্র করে পুরো ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভে গান গেয়ে বিক্ষোভকারীদের সাহস জুগিয়েছেন তোমাজ সালেহি।
এ ঘটনায় ২০২২ সালের অক্টোবরে সালেহিকে গ্রেপ্তার করে ইরানের আইনশৃঙ্খল বাহিনী। মাহসা আমিনির মৃত্যুর কারণে দেশটিতে অক্টোবর ব্যাপক আকারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যা ইসলামিক প্রতাতন্ত্র ইরানের শাসকদের কঠিন পরিস্থিতির মুখে ফেলে দেয়।
পরবর্তীতে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন জানায়, পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতনে মাহসা আমিনির মৃত্যু হয়েছে। যেটি ছিল সম্পূর্ণ আইন বিরোধী। দলটি আরও জানায় ইরানের নারীরা এখনও বৈষম্যের শিকার হচ্ছে।