রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক লেখায় বিদ্যালয়ে হট্টগোল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ বার পঠিত হয়েছে
জেলার মানচিত্র। ছবি: MAX TV BD

নোয়াখালীতে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রে ‘শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক’ উল্লেখ করায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন শিক্ষকেরা। ক্ষুব্ধ শিক্ষার্থীরা হট্টগোল শুরু করলে সুধারাম থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জিলা স্কুলে এই ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে নোয়াখালী জিলা স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। রোববার ছিল পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয়ের পরীক্ষা। পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্রশ্নে ‘শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করা হয়। দুপুরে পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে ক্ষোভ ছড়িয়ে পড়ে ছাত্রদের মধ্যে। এ সময় অর্ধশতাধিক ছাত্র প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায়। শিক্ষার্থীরা তার কক্ষের সামনে জড়ো হয়ে হট্টগোল শুরু করে। একপর্যায়ে প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রশ্ন প্রণয়নকারী শিক্ষক আবুল হোসেন গাজীকে ডেকে পাঠান। তিনি ভুলক্রমে ওই প্রশ্ন করেছেন বলে প্রধান শিক্ষককে জানান।

প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, পঞ্চম শ্রেণির ইংরেজি বইয়ে বঙ্গবন্ধুকে নিয়ে একটি পাঠ (লেসন) রয়েছে। সেখান থেকে প্রশ্ন করতে গিয়ে শিক্ষক আবুল হোসেন গাজী স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করেছেন। এ জন্য বিষয়টি নিয়ে অনেকে তার দপ্তরে এসে প্রতিক্রিয়া দেখিয়েছে। তিনি এ জন্য সংশ্লিষ্ট শিক্ষককে কৈফিয়ত তলব করেছেন। ওই শিক্ষক তার ভুল স্বীকার করেছেন।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, নোয়াখালী জিলা স্কুলের প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করায় কিছুটা হট্টগোল হয়েছিল। পরে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর