শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

‘পুষ্পা ২’ মুক্তির আগ মুহূর্তে বিপাকে আল্লু অর্জুন

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত হয়েছে
আল্লু অর্জুন

আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা দ্য রুল’ বা ‘পুষ্পা ২’ সিনেমা। দীর্ঘ তিন বছর অপেক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এর মুক্তি উপলক্ষে শনিবার (৩০ নভেম্বর) থেকেই শুরু হয়েছে সিনেমাটির অগ্রিম বুকিং। ফলে সিনে বিশেষজ্ঞরা মনে করছেন সিনেমাটি মুক্তির প্রথম দিনই বিশ্বজুড়ে বক্স অফিসে ৪০০ কোটির বেশি ব্যবসা করে।

পুষ্পা ২ সিনেমা নিয়ে যখন চারদিকে এত এত ক্রেজ, ঠিক সেই সময় কিছু জটিলতা দেখা দিয়েছে। এর আগে যেমন সেন্সর বোর্ডে কাঁচি চালানো হয়েছে সিনেমাটিতে। এবার আইনি বিপাকে পড়লেন সিনেমার প্রধান চরিত্র দক্ষিণী তারকা আল্লু অর্জুন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক ভক্তকে ‘আর্মি’ সম্বোধন করে বিপাকে পড়েছেন এই অভিনেতা। শেষ মুহূর্তের প্রচারণায় অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে আল্লু অর্জুনও ছিলেন। সেখানেই এক ভক্তকে আর্মি সম্বোধন করেছেন তিনি।

আর্মিরা সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত। এ জন্য ভক্তদের আর্মির সঙ্গে তুলনা করা উচিত হয়নি বলে মনে করছেন অভিযোগকারী শ্রীনিবাস গৌড়। হায়দরাবাদের জওহর নগর থানায় দক্ষিণী তারকার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন গ্রিন পিস এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার হার্ভেস্টিং ফাউন্ডেশনের সভাপতি শ্রীনিবাস।

মুম্বাইয়ে ‘পুষ্পা ২’-এর প্রচারণায় গিয়ে আল্লু অর্জুন বলেন, আমার কোনো ভক্ত নেই, তবে আর্মি আছে। আমি তাদের ভালোবাসি। তারা সবসময় আমার সঙ্গেই থাকেন। ভক্তরাই আমার পরিবার। আমার সাফল্যে তারা খুশি হয়। তারা আমাকে সর্বক্ষণ আর্মির মতোই আগলে রাখে। আর আমিও তাদের গর্বের কারণ হতে চাই। সিনেমাটি হিট হল এর কৃতিত্ব সেসব অনুরাগীদের দিতে চাই।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর