রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

ড. অ্যালি লাউকস, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ বার পঠিত হয়েছে
শারমিন আক্তার মুক্তা। ছবি: সংগৃহীত

ঝালকাঠি জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার মুক্তাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদাবাজি, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ঝালকাঠি মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার মুক্তাকে সংগঠনের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তার সঙ্গে মহিলা দলের নেতা-কর্মীদের কোনো প্রকার যোগাযোগ না রাখতেও বলা হয়েছে।

জানতে চাইলে শারমিন আক্তার মুক্তা বলেন, আমাকে ষড়যন্ত্র করে দল থেকে সরানো হয়েছে। ২০০৫ সাল থেকে আমি মহিলা দলের সদস্য হিসেবে কাজ করে ২০২১ সালে সাংগঠনিক সম্পাদক হয়েছি। দলের জন্য আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার শিকার হয়ে আমার পেটের বাচ্চা পর্যন্ত দুনিয়ার আলো দেখতে পারেনি। কিন্তু তারপরও আমার ওপর মিথ্যা অভিযোগ এনে এই রকম সিদ্ধান্ত নেয়ার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মতিয়া মহফুজ জুয়েল বলেন, সেন্ট্রাল কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। অনেক দিন ধরেই শারমিন মুক্তা মহিলা দলের কোনো প্রোগ্রামে আসেন না। কী কারণে তিনি বহিষ্কার হয়েছেন, তা জানি না।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর