শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

হার্ট অ্যাটাক করেছেন সংগীতশিল্পী তপন চৌধুরী

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত হয়েছে
তপন চৌধুরী

হার্ট অ্যাটাক করেছেন সংগীতশিল্পী তপন চৌধুরী। কানাডার মন্ট্রিয়লে হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করায় তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয় তাকে। পরে সেখানকার চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক হয়েছে গায়কের।

তপন চৌধুরীর হার্ট অ্যাটাকের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি বলেন, গত ২৬ নভেম্বর পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে তার। পরদিন দুটি রিং পরানো হয়। তারপর হাসপাতালে রাখা হয় দু’দিন। আর বর্তমানে বাসায় আছেন। চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

বর্তমানে পরিবার নিয়ে কানাডায় থাকেন তপন চৌধুরী। তবে দেশের বাইরে থাকলেও স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় কাটিয়ে থাকেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মঞ্চে পারফর্ম করেছেন তিনি। আর কানাডার মন্ট্রিয়লে ফেরার পর হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করায় হাসপাতালে নেয়া হয় ‘মন শুধু মন ছুঁয়েছে’ খ্যাত গায়ককে।

সত্তরের দশকের শেষ সময়ে পেশাদার গানের জগতে অভিষেক করেন তপন চৌধুরী। ব্যান্ডে নিয়মিত গাওয়ার পাশাপাশি একসময় একক ক্যারিয়ারে মনোযোগী হন। আর সুরেলা কণ্ঠের মাধ্যমে অসাধারণ সব গান গেয়ে  আট থেকে আশি―সব বয়সী শ্রোতাহৃদয়ে জায়গা করে নেন।

তপন চৌধুরীর গাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘এই রুপালি চাঁদে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আমি কি বেঁচে আছি’ ইত্যাদি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর