ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ইংল্যান্ড। তবে সেখানেও বাজবল ঘরানার পারফরম্যান্সে নজির গড়েছে ইংল্যান্ড। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডকে মাত্র ১২.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখে হারিয়ে টেস্ট ইতিহাসে (ন্যূনতম লক্ষ্য ১০০ রান) সবচেয়ে কম ওভারে জয়ের রেকর্ড গড়েছে তারা। ম্যাচে ইংল্যান্ডের লক্ষ্য ছিল মাত্র ১০৪ রান।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সূচনা হয়েছিল কিছুটা আশা নিয়ে, তবে ১৫৫ রানে ৬ উইকেট হারানোর পর তাদের লিড দাঁড়ায় মাত্র ৪ রানে। ড্যারিল মিচেল অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ গড়লেও সঙ্গীর অভাবে কিউইদের ইনিংস থামে ২৫৪ রানে। প্রথম ইনিংসে ৪৯৯ রান করে ইংল্যান্ড পায় ১৫১ রানের লিড।
১০৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড কিছুটা ধাক্কা খায়। ওপেনার জ্যাক ক্রাউলি মাত্র ১ রানে আউট হন। বেন ডাকেট ঝোড়ো ব্যাটিং করে ১৮ বলে ২৭ রান করেন। টেস্টে অভিষেক হওয়া জ্যাকব বেথেল মাত্র ৩৭ বলে ৮ চার ও এক ছক্কায় প্রথম ফিফটি তুলে নিয়ে ম্যাচ শেষ করে আসেন। তিনি অপরাজিত ছিলেন ৫১ রানে। জো রুট অপরাজিত ছিলেন ২৩ রানে।