সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

জেলার শ্রেষ্ঠ শিক্ষক ‘ নির্ভয়া ‘ বিজয়ী রোকসানা আক্তার এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ‘দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল ‘

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৭০ বার পঠিত হয়েছে

কপিল দেব বিশেষ প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এ মৌলভীবাজার জেলায় টানা দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ শিক্ষক ( মাধ্যমিক)
নির্বাচিত হলেন ‘দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল ‘ এর জীববিজ্ঞানের শিক্ষক ‘ নির্ভয়া -২০২৩ ‘ বিজয়ী জনাব রোকসানা আক্তার।
জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ( মাধ্যমিক) ‘দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল ‘ এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী নুসরাত খানম নওশীন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে মৌলভীবাজার জেলা পর্যায়ে আয়োজিত সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে ২২ মে।
‘দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল ‘ মোট ১১টি ইভেন্টে বিজয়ী হয়েছে।
উল্লেখ্য, ‘দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল ‘ গতবছর সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ( মাধ্যমিক) হিসেবে বিজয়ী হয়েছিল।

প্রতিক্রিয়া জানতে চাইলে জনাব রোকসানা আক্তার বলেন, ” আমাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট সকলের প্রতি। অশেষ কৃতজ্ঞতা জেলা প্রশাসক মহোদয়, জেলা শিক্ষা অফিসার মহোদয়, ইউএনও মহোদয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়কে।
এই স্বীকৃতি অনেক অনুপ্রেরণার এবং
আমার কাজের শক্তি ও আগ্রহ বাড়িয়ে দিবে বলে মনে করছি।
দোয়া করবেন সবাই আমি যেন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারি।”

তিনি আরও বলেন ” আমাদের প্রিয় বিদ্যালয় যেন জাতীয় পর্যায়ে পুরস্কার পায়,দোয়া করবেন সবাই “।

উল্লেখ্য,
জনাব রোকসানা আক্তার ইউএনডিপি ও ডেইলি স্টার কর্তৃক ‘ নির্ভয়া-২০২৩ ‘ এওয়ার্ড অর্জন করেন।
তিনি আইসিটি ফর এডুকেশন ডিস্ট্রিক্ট এম্বাসেডর শিক্ষক হিসেবে শিক্ষক বাতায়নে নিয়মিত কাজ করছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর