সদ্য বাইপাস সার্জারি হওয়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. ফোরকানী আলমের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে ফোরকানী আলমকে দেখতে রাজধানীর মিরপুরে তার বাসায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় স্বাস্থ্যের খোঁজ নেওয়া এবং আর্থিক সহায়তা প্রদান করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফোরকানী আলম।