চীনের হুনান প্রদেশে এক বিশাল সোনার খনির সন্ধান পাওয়া গেছে।
পিংজিয়াং কাউন্টিতে অবস্থিত এই খনিতে ১ হাজার টন সোনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদি এটি নিশ্চিত হয়, তবে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে ৯৩০ টন সোনা পাওয়া গিয়েছিল, যা এতদিন বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি হিসেবে পরিচিত ছিল। কিন্তু চীনের নতুন এই খনির সোনা যদি ১ হাজার টন হয়, তবে এটি নতুন রেকর্ড গড়বে।
অর্থনীতিবিদরা মনে করছেন, এই খনি চীনের অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। এটি খনি শিল্পকে আরও শক্তিশালী করবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়াবে।
চীনের বিশেষজ্ঞ চেন রুলিন বলেন, খননের সময় অনেক জায়গায় সোনা পাওয়া গেছে। জিওলজিক্যাল ব্যুরোর উপপ্রধান লিউ ইয়ংজুন জানান, ত্রিমাত্রিক প্রযুক্তি দিয়ে দেখা গেছে, খনিটির চারপাশেও সোনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই সোনার খনি শুধু চীনের নয়, গোটা বিশ্বের খনিজসম্পদ ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখবে। এটি চীনের বৈশ্বিক প্রভাব আরও বাড়াতে সাহায্য করবে।