শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

কাঁচাবাজারে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরছে

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত হয়েছে
শীতকালীন সবজিতে স্বস্তি ফিরেছে। ছবি : Max tv bd

শীতকালীন সবজি ওঠায় স্বস্তি ফিরতে শুরু করেছে তেঁতুলিয়ার কাঁচাবাজারে। বেশির ভাগ সবজির দামই চলে এসেছে হাতের নাগালে। কিছুদিনের মধ্যেই সব রকমের শীতকালীন সবজির দাম আরও কমার সম্ভাবনা দেখছেন বিক্রেতারা। বাজারে উঠতে শুরু করায় দোকানগুলোতে শীতের সবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এতে বাজারে কমতে শুরু করেছে গত কয়েক সপ্তাহ ধরে চলা অস্থিরতা।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি সবজির মধ্যে বেগুন ৩৫-৪০ টাকা, ফুলকপি ৪৫-৫০ টাকা, পেঁপে ১৫-২০, লাউ পিস প্রতি ২৫-৩০, মুলা ৪০-৪৫, শসা ৫০-৬০, শিম পোয়া (২৫০ গ্রাম) প্রতি বিক্রি হচ্ছে ২০ টাকায়, লেবুর হালি ২০ টাকা। ধনেপাতা এক পোয়া (২৫০ গ্রাম) ২০ টাকা, আলু ৭০-৮০ টাকা, ছোট করলা পোয়া (২৫০ গ্রাম) বিক্রি হচ্ছে ২০ টাকায়। কিছুদিন আগে এসব সবজির দাম ১০০ টাকার ওপরে ছিল। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা দরে, দুই সপ্তাহ আগে যা ছিল ২৪০ টাকার ওপরে।

সপ্তাহের ব্যবধানে হাতেগোনা কয়েকটি ছাড়া বেশিরভাগ সবজির দাম কমেছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। এর ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরতে শুরু করেছে জনসাধারণের মধ্যে। বিক্রেতারা বলছেন, মাসখানেকের মধ্যে বাজারের উত্তাপ আরও কমে আসবে।

এদিকে বাজারে সবজির দাম কিছুটা কমে আসায় স্বস্তির নিশ্বাস দেখা গেছে ক্রেতাদের মধ্যে। নুরে আলম সিদ্দিকী বলেন, বাজারে শাকসবজির দাম অনেকটাই কমে এসেছে। তবে আরেকটু কমলে আমাদের জন্য ভালো হয়। সরকার মনিটরিং বজায় রাখলে বাজার নাগালে রাখা সম্ভব।

কাঁচাবাজারে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরছে
নেছারাবাদে খাল খননে অনিয়মের অভিযোগ
তিনি বলেন, আমরা স্বল্প আয়ের মানুষ, প্রতিদিন মাছ-মাংস খাই না। শাকসবজি খেয়েই বাঁচি, এগুলোর দাম বেশি থাকলে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়।

মেহেদী হাসান মামুন নামে আরেক ক্রেতা বলেন, প্রায় মাসখানেক ধরে দেখছি বাজার চড়া, অথচ নতুন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু সে অনুযায়ী আমরা এখনও তেমন কিছুই দেখছি না। এই মুহূর্তে সরকারের উচিত বাজারে তদারকি বাড়ানো এবং যেকোনো মূল্যে এই নিয়ন্ত্রণ করা। নয়তো সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার ব্যর্থ হবে।

তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের সবজির বিক্রেতা মোতালেব হোসেন বলেন, বাজারে সবজির দাম কমেছে। ৫০ থেকে ৮০ টাকায় বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে। সপ্তাহ দুয়েকের মধ্যে সবজির দাম আরও কমে যাবে।

তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খবির উদ্দিন বলেন, সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে শীতের সবজির দাম। সামনের দিকে আরও বেশি পরিমাণে সবজির সরবরাহ বেড়ে যাবে এবং দামও কমে আসবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর