শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার ৩

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬ বার পঠিত হয়েছে
পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে তিন যুবক গ্রেপ্তার। ছবি : Max tv bd

যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন তিন যুবক।

বুধবার (২৭ নভেম্বর) যশোর শহরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়ারা হলেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মিলন মিয়ার ছেলে শিপন মিয়া রাসেল (২২), শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ছাবর আলীর ছেলে শামীমুল হক (৩০) ও নেত্রকোনা সদর উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন (২৮)।
বুধবার সন্ধ্যায় জেলা পুলিশের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী ।

পুলিশ জানায়, পূর্বনির্ধারিত যশোর জেলার পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অনুষ্ঠিত হয়। মোটা অর্থের বিনিময়ে তিন ভুয়া প্রার্থী পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দিতে যশোরে আসেন। লিখিত পরীক্ষা কেন্দ্রে যথারীতি সকাল ৮টায় পরীক্ষার্থীদের সতর্কতার সঙ্গে চেকিংয়ের একপর্যায়ে আরসিও গেটে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা প্রার্থীর নাম ও ছবি যাচাই-বাছাই করার সময় ওই তিন যুবককে সন্দেহ হয়। পরে তাদের স্বাক্ষর ও ছবির মিল না থাকায় এক পর্যায়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানে তারা স্বীকারোক্তি দেন তারা সবাই ভুয়া প্রার্থী।
পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার ৩

সাগরে মাছ ধরার সময় ‘মিয়ানমার নৌবাহিনীর গুলিতে’ বাংলাদেশি জেলে আহত
তারা জানান, আলিমুলের স্থলে পরীক্ষা শিপন হোসেন রাসেল, মোহাম্মদ রাসেলের স্থলে শামিউল হক ও রাকিবুলের স্থলে সানোয়ার হোসেন পরীক্ষা দিতে আসেন। ওই সময়ই ওই তিনজনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, তারা একটি চক্রের হয়ে ভাড়ায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিয়ে থাকে। আটককৃতরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। আটক তিনজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ এনে নিয়মিত মামলা করা হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর