শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত হয়েছে
পেঁয়াজ। ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

ভারতের অভ্যন্তরে রপ্তানি স্লট বুকিং চালু হওয়ায় বধুবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে পেঁয়াজ বোঝাই পাঁচটি ট্রাক বন্দরে প্রবেশ করে। এর মধ্যমে আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি বলেন, ভারত থেকে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রপ্তানি করতে পারেননি ভারতীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সমস্যার সমাধান হলে বুধবার সকাল থেকে ফের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও জানান তিনি।

হিলি কাস্টমসের তথ্য মতে, হিলি স্থলবন্দর দিয়ে চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ টন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ টন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর