সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

গজারিয়ায় বিএনপি কার্যালয়ে আ.লীগের হামলা, ভাঙচুর

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৭ বার পঠিত হয়েছে
গজারিয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর। ছবি : Max tv bd

মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারের জের ধরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর করে। সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর চর বলাকীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চর বলাকী গ্রামের আওয়ামী লীগের কর্মী শুক্কুর আলী (৪০) ও শাহাদাত (৩২) ও বিএনপি কর্মী আনোয়ার হোসেন (৪০) ও জান্নাত (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৮ নভেম্বর হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে স্থানীয় বিএনপি কর্মী মাহফুজ প্রধানসহ কয়েকজন বিএনপির সমর্থকের সঙ্গে আওয়ামী লীগ সমর্থক কয়েকজনের মারামারির ঘটনা ঘটে। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল গ্রামে। তারই ধারাবাহিকতায় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহফুজ প্রধানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। এ সময় তারা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছিঁড়ে ফেলে।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহফুজ প্রধান বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ প্রভাব বিস্তার করে এই এলাকার মানুষের ঘুম হারাম করে ফেলেছে। হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্টুর নির্দেশে আমাদের বিএনপি কার্যালয় ভাঙচুর করেছে। ক্লাবে থাকা আমাদের নেতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছিঁড়ে ফেলে দেয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জাহিদ হোসেন বলেন, ৫ আগস্টের পর চর বলাকীতে বিএনপির অফিস করার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ ক্ষিপ্ত ছিল। যার ফলাফল আজকের এই হামলা।

হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু বলেন, এটা রাজনৈতিক কোনো বিষয় না, যা ঘটেছে তা পূর্বশত্রুতার জেরে। স্থানীয় বিএনপি রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

গজারিয়া থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর