সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

আদাবরে চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির গণসংযোগও বিক্ষোভ;

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৫৩ বার পঠিত হয়েছে

আদাবরে চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির গণসংযোগও বিক্ষোভ;
———————————————————-

নিজস্ব প্রতিবেদক: ২৪ আগষ্ট, শনিবার।

ঢাকা মহানগর উত্তর আদাবর থানা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন,
ঢাকা মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছি এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিযেছি,যাতে আওয়ামী সন্ত্রাসীরা আবারও মাথা চাড়া দিতে না পারে।তারা বাংলাদেশে সন্ত্রাসও নৈরাজ্য তৈরি করতে না পারে, বাংলাদেশে সন্ত্রাসও নৈরাজ্যের ঠাঁই নাই, এজন্য আমাদের দলের সকল স্তরের নেতাকর্মী ও সর্বসাধারনকে সতর্ক থাকতে হবে।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ছাত্র জনতার গণআন্দোলনে ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীর হত্যার বিচার দাবী করেন।

আজ ২৪ আগষ্ট শনিবার বিকেলে গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবীতে এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য বিরোধী জনসচেতনতা বাড়াতে দোকানপাট ও বিভিন্ন বিপনি বিতানে গণসংযোগ করে পথসভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এসব কথা বলেন।

গণসংযোগ আদাবরের শেখেরটেক হতে জাপান গার্ডেন সিটি এলাকায় অনুষ্ঠিত হয়।

আদাবর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক মনোয়ার হাসান জীবন এর নেতৃত্বে গণসংযোগে আদাবর থানা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান সিকদার, ডাঃ মেহেদীজ্জামান মেহেদী, থানা আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, হাবিবুল হাসান হাবিব, শহিদুল ইসলাম, আদাবর থানা ১০০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর আলী, যুবদলের ওয়ার্ড সদস্য সচিব মোস্তফা গাজী দুদু,আদাবর থানা কৃষকদলের সদস্য সচিব আলাউদ্দিন সেন্টু সহ আদাবর থানা বিএনপি, ৩০ নং ও ১০০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ জাকির হোসেন
২৪ আগষ্ট, শনিবার।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর