শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

ঈদে বিবর্ন আনন্দ পালন করছে বিএনপি নেতাকর্মীরা : রিজভী আহম্মেদ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৫৩ বার পঠিত হয়েছে

ঈদে বিবর্ন আনন্দ পালন করছে বিএনপি নেতাকর্মীরা : রিজভী আহম্মেদ

আব্দুল হাকিম:
আওয়ামীলীগ সরকারের গুম, খুন, জুলুম নির্যাতনে বিএনপির নেতাকর্মীদের ঈদ আনন্দ বিবর্ণ হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার (১০ এপ্রিল) দুপুরে মিরপুর শেওড়াপাড়ায় কাফরুল থানা বিএনপির উদ্যোগে দলের নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একদিকে ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিনযাপন করছে বিএনপি নেতাকর্মীরা অন্যদিকে লুটপাটের রাজত্ব কায়েম করে দেশের অর্থনীতিকে বিনষ্ট করছে শেখ হাসিনা। বিএনপির এই নেতা দাবি করেন, দেশকে পরনির্ভরশীল করে তুলছে ক্ষমতাসীনরা। গণতন্ত্র বঞ্চিত দেশের মানুষ, ভোট দিতে পারেনা। সাধারণ মানুষ গণতন্ত্রের পক্ষে বলেই ৯৮ ভাগ মানুষ ভোট কেন্দ্রে যায়নি। এসময় গণমাধ্যমকে সরকার দলীয় করে নিয়েও লুকোচুরি ঠেকাতে পারছে না সরকার বলেও মন্তব্য করেন রিজভী।

কাফরুল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আকরামুল হকের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক ফজলুর রহমান মন্টুর সঞ্চালনায় ও থানা বিএনপির সদস্য ওয়াহিদ আলমের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য হাজী মোঃ ইউসুফ ও দফতরের দায়িত্বপ্রাপ্ত এবিএমএ রাজ্জাক সহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে ১৭ বছর ধরে। সবকিছুকে উপেক্ষা করে দলীয় কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা। দুঃসময় পার করছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি করা পরিবারের সবাই কোন না কোনভাবে নির্যাতিত। সবার বাড়িতে কোন না কোন শোকের মাতম। শোকাবহ পরিস্থিতি বিরাজমান বিএনপি নেতাকর্মীদের বাড়িতে। ঈদে বিবর্ন আনন্দ পালন করছে বিএনপি নেতাকর্মীরা। ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিনযাপন করছে বিএনপি নেতাকর্মীরা আর অন্যদিকে আওয়ামী লীগ লুটপাট করছে দেশের অর্থনীতি । বিদেশে পাচার করছে টাকা। গণতান্ত্রিককামী মানুষের বাড়িতে চলছে শোকের মাতম অন্যদিকে চলছে উল্লাস।

তিনি বলেন, অভাবে হাটে গিয়ে সন্তান বিক্রি করছে বাবা। দ্রব্যমূল্য উধ্বর্গতিতে সাধারণ মানুষ দিশেহারা। গোটা দেশকে শেখ হাসিনা পরনির্ভরশীল করার জন্য কত চিৎকার। গণতন্ত্র বঞ্চিত দেশের মানুষ, ভোট দিতে পারেনা। তারেক রহমানের আহবানে ৯৮ ভাগ মানুষ ভোট কেন্দ্রে যায়নি। ভোট নিয়ে তেলেসমাতি নিয়ে যে কান্ড সেটা নিয়ে পাশের দেশ সমর্থন দিচ্ছে আওয়ামী লীগকে।

রিজভী বলেন, মীরজাফরের আত্বা শেখ হাসিনা ওবায়দুল কাদের হাছান মাহমুদের কাছে। গনতান্ত্রিক কামী মানুষের আন্দোলন সফল হবে। এত দমন পীড়নের পর ও বিএনপির নেতাকর্মীরা দল থেকে সরে যায়নি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, বাংলাদেশের জনগণের কাছে আওয়ামী সরকারের কোন জবাবদিহিতা নেই। এই আওয়ামী লীগ সরকার গনতন্ত্রকে হত্যা করেছে , মানুষের ভোটাধিকার হরণ করে ও তাদের প্রত্যাশা তোয়াক্কা না করে এক তরফা ডামী নির্বাচন করেছে। ডামি নির্বাচনের পর অবৈধ এ সরকার এখন বিদেশি প্রভুদের সহযোগিতায় ক্ষমতায় বসে আছে।

আমিনুল হক বলেন, যে দেশে জনগনের ভোটের প্রয়োজন হয় না, অবৈধ ভাবে ক্ষমতায় থাকা এই আওয়ামী সরকারের দেশে প্রতিনিধিত্ব করার ও যোগ্যতা তাদের নেই।

আওয়ামীলীগের রাজনীতি ঘুনে খেয়ে ফেলেছে, আওয়ামীলীগ রাজনীতি করে নিজেদের জন্য, জনগনের জন্য নয় উল্লেখ করে আমিনুল হক বলেন বিএনপি জনগণের দল, জনগনই বিএনপির শক্তি। জনগণকে সাথে নিয়েই ঐক্যবদ্ধ গণআন্দোলনে এই আওয়ামী দুঃশাসনের পতন নিশ্চিত করতে হবে।

আঃ হাকিম
১০ এপ্রিল, বুধবার।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর