সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কর্মীসভায় কেন্দীয় কমিটির সভাপতি- সাদ্দাম ,

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০ বার পঠিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কর্মীসভায় কেন্দীয় কমিটির সভাপতি- সাদ্দাম ,
মোঃ মজিবর রহমান শেখ,
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যেখানে সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষার্থীরা জানবে ছাত্রলীগ মানে তাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যক্তিত্ব থাকবে দৃঢ়, তারা হবে সৎ। তারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিনয়ী আচরণ করবে। ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের হৃদয় জয় করবে। ছাত্র রাজনীতি মানে ক্ষমতার দাপট, বাহাদুরি, ব্যক্তিগত রুটিরোজগার বাড়ানোর ফন্দি ফিকির নয়। তিনি বলেন, ছাত্র রাজনীতি মানে তরুণদের কাছে শিক্ষার্থীদের কাছে আইকোন হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। আপনাদের মেধা, কমিউনিটির দক্ষতা, সামাজিক সাংস্কৃতিক গুণাবলী ও মানবিক গুণাবলীর কারণে শিক্ষার্থীরা আপনাদের অনুসরণ করবে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্রলীগের ঠাকুরগাঁও জেলা শাখার কর্মীসভায় অডিটোরিয়াম মাঠে এসব কথা বলেন তিনি।
কেন্দ্রীয় ছাত্রলীগের এই নেতা বলেন, কর্মীসভা করা শুধু সভাপতি-সাধারণ সম্পাদক বা একটি কমিটি গঠন করা নয়। ছাত্রলীগের দায়িত্ব পালন ও একজন কর্মী হওয়া মানে একটি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক আন্দোলন পরিচালনা করার সক্ষমতা অর্জন করা। আমরা ঠাকুরগাঁওয়ের তারোণ্যের কাছে এটি চাই। ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শক্তিশালী করতে হবে। ঠাকুরগাঁওয়ের স্মৃতিচারণ করে সাদ্দাম বলেন, আমার বাড়ি পঞ্চগড় হলেও ঠাকুরগাঁও আমার সেকেন্ড হোমটাউন। এখানে আমি বড় হয়েছি। এই শহরটি আমাকে ভালোবাসতে, শৃজনশীলতার শক্তিতে উজ্জীবিত হওয়ার পথ দেখিয়েছে এবং রাজনৈতিক গুণাবলি অর্জন করা শিখিয়েছে। জাতির পিতার আদর্শে উজ্জীবিত হওয়াসহ প্রতিটি ক্ষেত্রে ঠাকুরগাঁও শহরের মাটি, আলো-বাতাস ও ধুলিকণা কোনো না কোনোভাবে আমার পথ চলায় ভূমিকা রেখেছে। সেকারণে ঠাকুরগাঁও শহরের কাছে আমার আজন্মের ঋণ আছে। তিনি বলেন, সকল শিক্ষার্থী রাজনীতির সঙ্গে জড়িত নাও হতে পারে। অনেকে ছাত্রলীগকে ভালো নাও বাসতে পারে। কিন্তু কেউ রাজনীতি করুক বা না করুক, ছাত্রলীগ করুক বা না করুক সবাই যেন মুক্তিযুদ্ধকে ভালোবাসে। লাখো শহীদের রক্তের চেতনায় নিজেকে গড়ে তোলে। সবাই যেন জাতির পিতার আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তোলে সেই লক্ষ্যে ছাত্রলীগ ঠাকুরগাঁও জেলা শাখাকে কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি হিসেবে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন এমপি, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বক্তব্য রাখেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি সানোয়ার পারভেজ পুলক সহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবশীষ দত্ত সমীর সহ ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের বিভিন্ন নেত্রীবৃন্দ ও কর্মীরা।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর