ঠাকুরগাঁও-১, ২ আসনে নৌকা এবং ঠাকুরগাঁও-৩ আসনে লাঙ্গল বিজয়ী !
মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে বে-সরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত ২ নৌকার প্রার্থী ও জাতীয়পার্টির লাঙ্গল প্রার্থী বিজয়ী হয়েছেন।
জানা যায়,৭ জানুয়ারী রবিবার ২০২৪ রাত ৯টায় ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃমাহবুবুর রহমান তার সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন। ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি কেন্দ্রে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন(নৌকা) ২ লাখ ৫ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়পার্টির মো. রাজিউল ইসলাম(লাঙ্গল) পেয়েছেন ১৩ হাজার ৯৪০ভোট। ঠাকুরগাঁও-২ আসনের ১০৪টি কেন্দ্রে আওয়ামী লীগের মো. মাজহারুল ইসলাম(নৌকা) ১ লাখ ১৫ হাজার ৪১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ স্বতন্ত্র
আলী আসলাম জুয়েল(ট্রাক) পেয়েছেন ৫৭ হাজার ২৪৫ভোট ,এবং ঠাকুরগাঁও-৩ আসনের ১২৮টি কেন্দ্রে জাতীয়পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ (লাঙ্গল)-১লাখ ৬ হাজার ৭১৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কাসপার্টির গোপাল চন্দ্র রায়(হাতুড়ী) পেয়েছেন ৬৪ হাজার ৮২১ভোট।
মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪