শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ৩৬টি নব-নির্মিত সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন ।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৭ বার পঠিত হয়েছে
  1. ঠাকুরগাঁওয়ে ৩৬টি নব-নির্মিত সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন ।
    মোঃ মজিবর রহমান শেখ,
    দেশব্যাপী নবনির্মিত ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও ৪টি পিটিআই মাল্টিপারপাস অডিটরিয়াম ভবন উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠাকুরগাঁও জেলায় নব-নির্মিত ৩৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় এলজিইডি কর্তৃক উল্লেখিত ৩৬ টি প্রাথমিক বিদ্যালয় ভবন ব্যাতীত অতিরিক্ত কাস রুম, বাউন্ডারী ওয়াল, মেজর মেইনটেইনেন্স, অফিস বিল্ডিং ও পিটিআই এক্সপেনশনও উদ্বোধন করা হয়।
    ঠাকুরগাঁও জেলায় নব নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো হলো-ঠাকুরগাঁও সদরে বাকুন্দা, ভেলাজান-১ জিপিএস, ধামডাঙ্গী জিপিএস, দৌলতপুর প্রাইমারি স্কুল, কে.টি পাহারভাঙ্গা জিপিএস ও মোলানী ঝাড়গাও। বালিয়াডাঙ্গী উপজেলায় আমজান খোর, বাহারজিলা আরপিএস, বালিয়াডাঙ্গী জিপিএস, বেলবাড়ি জিপিএস, বেলসারা, বড় পলাশবাড়ী, চোচ পাড়া জিপিএস, দিশারী রেজি: প্রাইমারি স্কুল, দক্ষিণ রতœাই মিরডা পাড়া জিপিএস, হরিপুর জিপিএস, জাউনিয়া রেজি: প্রাইমারি স্কুল, লাহিড়ী সরকারি প্রাইমারি স্কুল, লোহাগাড়া রেজি: প্রাইমারি স্কুল, মাঝখুড়িয়া জিপিএস, মধ্য হরিনমারী আরপিএস, পাঁচদেয়াল জিপিএস, পশ্চিম ডাঙ্গী জিপিএস, রায় মহল, সনগাঁও চৌধুরীপাড়া আরপিএস। পীরগঞ্জ উপজেলায় আকাশীল সরকারী প্রাইমারি স্কুল, খিদ্র গোরগাঁও জিপিএস, খনগাঁও প্রাইমারি স্কুল, কষা ভবানীপুর, মাঝখুড়িয়া, নারায়নপুর জিপিএস, নওডাঙ্গা আরপিএস। রানীশংকৈল উপজেলায় ভারনইহাট জিপিএস, চিকষা ধর্মগড় জিপিএস, কাদিহাট রেজি: প্রাইমারী স্কুল ও নুনতোর জিপিএস।
    উল্লেখিত নব-নির্মিত ভবনগুলি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও বাস্তবায়ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর