ঠাকুরগাঁওয়ে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা কালে যুবদল সভাপতি গ্রেফতার !
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,গাড়িতে আগুন দেওয়ার চেষ্টাকালে ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূরকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ নভেম্বর রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও – দিনাজপুর মহাসড়কের ছোট খোঁচাবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর (৫১) কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এবং একই সঙ্গে তিনি ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। মামলা সুত্রে জানা যায়, ৫ নভেম্বর রোববার সন্ধায় ছোট খোঁচাবাড়ি বাজার নামক স্থানে মেহেবুল্লাহ আবু নূর চৌধুরী সহ কয়েকজন গাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ গিয়ে তাকে আটক করে। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এ সময় তার কাছ থেকে একটি ককটেলের খোসা, গান পাউডার, দুই লিটার পেট্রোল, দুটি লাইটার সহ ইট পাটকেলের টুকরা জব্দ করা হয়।
এ ঘটনায় ঠাকুরগাঁও পুলিশের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম সরকার বাদি হয়ে আবু নুর সহ ১৭ জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার অন্যান্য আসামীরা হলেন- মো: কায়েস, নুরুজ্জামান নুরু, অহিদুল ইসলাম, মো: রাশেদুল ইসলাম, সোহেল রানা, মনিরুজ্জামান লিটন, শরিফুল ইসলাম শরিফ, মোস্তাফিজুর রহমান শিমুল, বাবু, ফরহাদ,কামরুজ্জামান, আলী বখতিয়ার উজ্জল, জাহিদ হোসেন, মাসুদ রানা ডানো, আব্দুর হামিদ, মো: জাফরুল্লাহ সহ অজ্ঞাত নামা আরো ৪০ জন। গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, গাড়িতে আগুন দেওয়ার চেষ্টার সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পেট্রোল ও টুকরো ইটভর্তি ব্যাগ পাওয়া যায়। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪