আসিফ বিল্লাহ
জামালপুর জেলা প্রতিনিধি।
জামালপুর মাদারগঞ্জের ১নং চরপাকেরদহ ইউনিয়ন ভূমি অফিসের প্রধান ফটকের সামনের চিত্র। দীর্ঘদিন যাবত এমন অবস্থা।সরকারি এই প্রতিষ্ঠানের এই অবস্থা দেখার মতো কেউ নেই।তাছাড়া এই ভূমি অফিসের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী সময় মতো অফিসে থাকেন না।অফিসে গেলে মনে হয় এটি অফিস নয় একটি ময়লার ভাগার।এই বিষয়ে কথা বলতে গেলে কাউকে পাওয়া যায়নি সরজমিনে।ফোনে চেস্টা করেও ব্যার্থ হয়েছে প্রতিদিন খবরের রিপোর্টার।স্থানীয় সুত্রে জানা যায় যে- দীর্ঘদিন ধরে অফিসের সামনে ময়লা আবর্জনা থাকলেও অফিসের পরিছন্নকর্মী এগুলো পরিষ্কার করে না।তাছাড়াও সাধারণ জনগণ ভোগান্তির শিকার হোওন।নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন যে- এই অফিসে চলে ঘুষ বানিজ্য। টাকা ছাড়া কেউ একটুও নড়ে না।পরিষ্কার পরিছন্নতার জন্য গত মাসে আলাদা বাজেট পাশ করিয়ে টাকা নিজেদের মাঝেই ভাগ বাটোয়ারা করে নিয়েছেন সবাই।