ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে যুবকদের জনসচেতনতা মূলক শীর্ষক প্রশিক্ষণ ।
মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতন মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কম্পরাম সিং মেমোরিয়াল কমপ্লেক্স ভবনে বালিয়াডাঙ্গী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে পাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি রুবেলের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, সাংবাদিক আব্দুস সবুর,যুব উন্নয়ন অফিসের কর্মকতা কর্মচারী সহ প্রায় ৫০ জন যুবক-যুবতী উপস্থিত ছিলেন। এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম যুব উন্নয়ন অধিদপ্তরের যুবকদের জন্য সরকারের হাতে নেওয়া বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরেন বলেন, বর্তমান সরকার যুবকদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করছেন এবং স্বল্প সুদে ঝণ প্রদান করছেন। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার যোতুক,বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুবকদের এগিয়ে আসার আহবান জানান। পরে অনুষ্ঠানের সভাপতি ফজলে রাব্বি রুবেল এলাকার যুবকদের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সহযোগিতা করার আশ্বাস প্রদান করে প্রশিক্ষের সমাপ্তি ঘোষণা করেন।
মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪