শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

খড়িড়াঙ্গার মাঠে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ বার পঠিত হয়েছে

বেনাপোল খড়িড়াঙ্গার মাঠে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা

মোঃ জমির হোসেন
স্টাফ রিপোর্টার

যশোরের বেনাপোলে সজীব গাজী (১৮) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করে মৃতদেহটি ধান ক্ষেতে ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারী চক্রের সদস্যরা।

বুধবার (১৮ই অক্টোবর) সকাল আটটার দিকে বেনাপোল খড়িড়াঙ্গার মাঠে থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। সে বেনাপোল গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে তারা মাঠে কৃষি কাজ করতে গিয়ে ধান খেতের পানিতে মৃত্যু দেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যু দেহটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় নিয়ে যায়। সে একজন ইজিবাইক চালক। দীর্ঘদিন ধরে বেনাপোলের বিভিন্ন রোডে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহত যুবকের গলাকাটা মৃতদেহটি উদ্ধার করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের জন্য তার গলা কেটে হত্যা করে করা হয়েছে। তাছাড়া অন্য কোন কারণ আছে কিনা সে বিষয়েও পুলিশ তদন্ত করে দেখছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর