বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে
মাঠে জনতার ঢল। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে তারেক রহমানের নির্বাচনী জনসভায় মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া নির্বাচনী জনসভায় জেলার ৭টি উপজেলা থেকে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। দুপুর গড়াতেই শেরপুরের আইনপুর মাঠে লোকে লোকারণ্য হয়ে পড়ে।

সকাল থেকে সমাবেশস্থলে মানুষের উপস্থিতি শুরু হয়। দুপুর গড়ানোর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা। মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা থেকে দলের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন।

দীর্ঘদিন পর জনসভায় তারেক রহমানের উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহের সঞ্চার করেছে। নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বক্তব্য দেবেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। জনসমাবেশে জেলার ৪টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচিত করিয়ে দিবেন তারেক রহমান।

কমলগঞ্জ উপজেলা থেকে আগত আব্দুল কাদির নামের একজন বিএনপির সমর্থক বলেন, আমার বাবা থেকে আমরা বিএনপির সমর্থক। বিগত সময়ে আমরা নির্যাতিত হয়েছি। তারেক রহমান আসায় আমরা উজ্জীবিত। আওয়ামী লীগের সময় আমাদের বাড়িঘর ভেঙে ফেলে তারা। রাতে বাড়িতে থাকতে পারতাম না। হাওরে অনেক রাত কাটিয়েছি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর