বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

৬০ পেরিয়ে নতুন প্রেমিকা নিয়ে মুখ খুললেন আমির

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে
আমির খান। ছবি : সংগৃহীত

রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর বলিউড সুপারস্টার আমির খানের একাকীত্ব ও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম হয়নি। মাঝে ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শেখের সঙ্গে তার নাম জড়ালেও তা শেষ পর্যন্ত গুঞ্জন হিসেবেই থেকে গেছে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার নিজের নতুন সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকার করলেন মিস্টার পারফেক্টনিস্ট। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তার রসায়ন এখন টিনসেল টাউনের টক অব দ্য টাউন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট কথা বলেছেন ৬০ পেরিয়ে ৬১-তে পা রাখা এই অভিনেতা।

গৌরীর সঙ্গে সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে আমির খান বলেন, ‘গৌরী ও আমি দুজনই এই সম্পর্ককে খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’ সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে তিনি আরও বলেন, ‘আমি মন থেকে ইতোমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত।’ তবে সামাজিক নিয়মকানুন বা আনুষ্ঠানিক বিয়ের বিষয়ে এখনই চূড়ান্ত কিছু জানাননি তিনি। তার ভাষ্য, ‘বিয়ের মতো যে ধরনের নিয়মকানুন থাকে, সেগুলো সময়মতো আপনাদের জানাব। আমাদের সম্পর্কটা আরও কিছুটা সামনে এগিয়ে যাক।’

কে এই গৌরী স্প্র্যাট? জানা গেছে, বেঙ্গালুরুর বাসিন্দা ৪৬ বছর বয়সী গৌরী পেশাগত ও ব্যক্তিগত জীবনে বেশ স্বাবলম্বী এবং তিনি এক পুত্রসন্তানের জননী। বর্তমানে মুম্বাইয়ে আমিরের সঙ্গে একই ছাদের নিচে লিভ-ইন করছেন তিনি। আমির ও গৌরীর বয়সের ব্যবধান ১৪ বছর হলেও তাদের বোঝাপড়া ও রসায়নে তা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর জীবনের এই পর্যায়ে এসে আমির যে ফের ভালোবাসার দেখা পেয়েছেন, তার অকপট স্বীকারোক্তিতেই তা স্পষ্ট।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর