সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

হেনস্তার শি”কা”র জনপ্রিয় অভিনেত্রী অহনা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে
অহনা দত্ত I ছবি: সংগৃহীত

ঝলমলে আলো আর ক্যামেরার আড়ালেও যে তারকাদের জীবন কতটা অনিরাপদ, তারই আরেকটি ভয়ংকর প্রমাণ মিলল ওপার বাংলায়। মুম্বাই হোক কিংবা কলকাতা, রাস্তায় তারকাদের হেনস্তার ঘটনা যেন আর বিচ্ছিন্ন নয়; বরং নিয়মিত শিরোনাম। এবার সেই আতঙ্কের মুখোমুখি হলেন ওপার বাংলার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত ও তার স্বামী। মাঝ রাস্তায় এক মদ্যপ চালকের হাতে ভয়াবহ হেনস্তার শিকার হয়ে রীতিমতো আতঙ্কে কাটে তাদের সময়, যা নতুন করে নিরাপত্তার প্রশ্নে উদ্বেগ বাড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে কলকাতার নরেন্দ্রপুর সংলগ্ন এলাকায়। অহনার দাবি, তাদের গাড়িটি রাস্তার এক পাশে দাঁড় করানো ছিল। সেই সময় সামনের একটি গাড়ি আচমকা সজোরে তাদের গাড়িতে ধাক্কা মারে। অহনার স্বামী বারবার হর্ন দিলেও চালক কোনো প্রতিক্রিয়া দেখাননি। অভিনেত্রী অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন এবং দুর্ঘটনার পর দায় স্বীকারের বদলে উল্টো তর্কে জড়িয়ে পড়েন।

অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, মাত্র এক মাস আগে কেনা অভিনেত্রীর নতুন গাড়িটির সামনের অংশ ও দরজা প্রচণ্ড ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে। ক্ষয়ক্ষতির এই চিত্র দেখে নিজের ক্ষোভ আর ধরে রাখতে পারেননি অহনা।

দুর্ঘটনার পর স্থানীয়দের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অহনা। তার অভিযোগ, বিপদের সময় তাকে বা তার স্বামীকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি; বরং স্থানীয়দের অনেকেই ওই মদ্যপ চালকের পক্ষ নিয়ে তাদের হেনস্তা করেন। অহনার দাবি, তিনি সেখানে উপস্থিত না থাকলে তার স্বামীর ওপর শারীরিক হামলার আশঙ্কাও ছিল।

দুর্ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যক্রমে শারীরিকভাবে অক্ষত আছেন অভিনেত্রী অহনা দত্ত ও তার স্বামী। কিন্তু এই ঘটনায় আতঙ্কের রেশ কাটছে না সহজে। বরং ভারতের ব্যস্ত মহানগরগুলোতে তারকাদের চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল, সেই পুরোনো প্রশ্নই আবার নতুন করে সামনে এনে দিল এই ঘটনা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর