শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

দিপু আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবে : আফরোজা আব্বাস

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পঠিত হয়েছে
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, দিপু আঠারো বছর আপনাদের ছেড়ে যায়নি। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে ছিল। দিপু আপনাদের কাছে টাকা-পয়সা চায় না, শুধু পাশে থাকার প্রত্যাশা করে। আপনারাই দিপুর শক্তি, আপনারাই দিপুর অস্ত্র।

আপনাদের ছাড়া দিপু একা কিছু করতে পারবে না। 

বুধবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস বলেন, আমি হঠাৎ এখানে আসার সিদ্ধান্ত নিই এবং দিপুকে ফোন দিই। দিপু আমাকে ছাড়বে না জানতাম বলেই চলে এলাম।

নির্বাচনী আবহ তৈরি হয়ে গেছে। এখনো আমি আমার স্বামী মির্জা আব্বাসের প্রচারণায় নামিনি, কিন্তু আমার দেবর দিপুর জন্য এখানে এসেছি। দিপু মির্জা আব্বাসের ছোট ভাই। 

তিনি আরো বলেন, গত বছর আমি এখানে এসেছিলাম, তখন একটি শিশু ধর্ষণের শিকার হয়েছিল।

চেয়ারম্যান আমাকে বলেছিলেন ঘটনাস্থলে যেতে এবং দিপু যেন আমার পাশে থাকে। তিনি দিপুকে খুব পছন্দ করেন এবং তার ওপর পূর্ণ আস্থা রাখেন। 

বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে আফরোজা আব্বাস বলেন, আমরা আঠারো বছর স্বাভাবিকভাবে ঘরে থাকতে পারিনি। হামলা-মামলা, গুম ও খুনের শিকার হয়েছি। আমার স্বামী ও দেবররা জেল খেটেছেন।

আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে আমরা এর জবাব দেব। 

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর