শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলমগীর খাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। 

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসার বরাবর তাদের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগ দাখিল করেন। এতে অকথ্য ভাষায় মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয়।

অভিযোগপত্রে রুমিন ফারহানা উল্লেখ করেন, আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ ১১ জানুয়ারি সেখানকার শরীফপুর গ্রামে প্রয়াত বেগম খালেদা জিয়ার মিলাদ মাহফিলে তাঁর নাম নিয়ে অসভ্য ও অকথ্য ভাষায় বক্তব্য দিয়েছেন।

ওই যুবদল নেতা বলেন, ‘রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই’। এছাড়া আরো অকথ্য ও মানহানিকর মন্তব্য করেছেন। একই আয়োজনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান তাঁর বক্তব্যে রুমিন ফারহানার পোশাক নিয়ে মন্তব্য করেন। ৪ জানুয়ারি আরেকটি আয়োজনে হাবিবুর রহমান বলেন, ‘রুমিন ফারহানা টিস্যু পেপার হয়ে গেছে।
টিস্যু পেপার কোনো কাজে লাগে না।’ 

বিএনপির সাবেক কেন্দ্রীয় নেত্রী রুমিন ফারহানা অভিযোগে উল্লেখ করেন, এসব বক্তব্যের ফলে রুমিন ফারহানার সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বলে তিনি দাবি করেন। এসব মন্তব্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শামিল এবং এর কারণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

অভিযোগগুলের সঙ্গে রুমিন ফারহানা ফেসবুকের লিংকও সংযুক্ত করে দিয়েছেন। এসব লিঙ্কে দুইজনের ভিডিও বক্তব্য পাওয়া যায়।

এ বিষয়ে বক্তব্য নিতে সন্ধ্যায় ফোন দেওয়া হলে বিএনপি নেতা হাবিবুর রহমান জানান তিনি মিটিংয়ে আছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর