শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

মানবতাবিরোধী অপরাধ আনুষ্ঠানিক অভিযোগ গঠন, আনিসুল-সালমানের বিচার শুরু

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে
আনিসুল হক ও সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত
চব্বিশের গণ-অভ্যুত্থানে হত্যাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারের পর প্রায় দেড় বছর ধরে কারাগারে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ’ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

সোমবার (১২ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে এই আদেশ হয়। ট্রাইবুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

 

বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ পড়ে শোনান। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর্যাপ্ত গ্রাউন্ড (যুক্তি, তথ্য-প্রমাণ) রয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়ার আগে এই বিচারপতি দুই আসামিকে জিজ্ঞেস করেন, তারা দোষ স্বীকার করেন কি না। জবাবে আনিসুল হক ও সালমান এফ রহমান নিজেদের নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার চান।

পরে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। 

মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন আনিসুল হক ও সালমান এফ রহমান। তাদের আবেদন খারিজ করে দেওয়া হয়। এ মামলায় প্রসিকিউশনের ‘সূচনা বক্তব্য’ উপস্থাপনের পর সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি তারিখ ধার্য করা হয়েছে।

 

ঢাকার সদরঘাট এলাকা দিয়ে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ২০২৪ সালের ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তারা কারাগারে আছেন। ওই বছর ২৭ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় হত্যাসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে জুলাই-আগস্টের গণ-আন্দোলন দমনে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে আন্দোলনকারীদের বিরুদ্ধে ২৮৬টি মিথ্যা মামলা করা।

মামলায় আসামি করা হয়েছিল সাড়ে ৪ লাখ আন্দোলনকারী ছাত্র-জনতাকে। এসব মিথ্যা মামলার মাধ্যমে আন্দোলনকারীদের অবৈধভাবে গ্রেপ্তার করার পর আটকে রেখে তাদের ওপর হেফাজতে নির্যাতন করা হয় বলে অভিযোগ প্রসিকিউশনের। 

এসব অভিযোগে গত ৪ ডিসেম্বর ‘আনুষ্ঠানিক অভিযোগ’ আমলে নেন ট্রাইব্যুনাল। এরপর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়। অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আর আনিসুল হক ও সালমান এফ রহমানের অব্যাহতির আবেদনের পক্ষে শুনানি করেছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর