সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও নির্বাচন বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচনের প্রক্রিয়া এখন আর শুরুর অপেক্ষায় নেই, তা চলতে শুরু করেছে। তবে এই যাত্রা কতটা নিরাপদ হবে, তা নির্ভর করছে রাজনীতিবিদদের আচরণের ওপর।’
ড. বদিউল আলম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা এখন অনেকটাই রাজনৈতিক আচরণের ওপর নির্ভর করছে।’ তিনি বলেন, ‘রাজনীতিবিদরা যদি উত্তেজনা কমান, সহিংসতায় না জড়ান এবং এমপি হওয়ার জন্য অপকৌশল পরিহার করেন, তাহলে নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার’ শীর্ষক এই বিভাগীয় সংলাপে বরিশাল বিভাগের ছয় জেলার প্রতিনিধিরা অংশ নেন। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা তাদের মতামত তুলে ধরেন। আলোচনায় নির্বাচনকালীন আচরণ, রাজনৈতিক সংস্কৃতি এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো উঠে আসে।