শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

জয়ার এই ছবি কি ভারতে মুক্তি পাবে?

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পঠিত হয়েছে
জয়া আহসান
সৌকর্য ঘোষাল পরিচালিত এবং জয়া আহসান অভিনীত আসন্ন ছবি ‘OCD’ ৬ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাওয়ার কথা। এই ছবির পোস্টার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একজন দর্শক লিখলেন, ‘মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হলো। এবার দেখতে হবে, এই সিনেমাটা মুক্তি পায় কি না।’ যদিও আপাতত এই ছবির মুক্তি ঘিরে কোনো জটিলতা তৈরি হয়নি ভারতে।

‘OCD’ ছবিটি শিশু নির্যাতনের মতো এক সংবেদনশীল এবং বহুদিন ধরে উহ্য করে রাখা বিষয়কে সামনে নিয়ে আসে। ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে পরিচালক সৌকর্য ঘোষাল ‘OCD’-কে তাঁর কাছে এক ধরনের প্রতিবাদমূলক কাজ বলে উল্লেখ করেছেন।

তিনি জানান, বহুবার এমন ঘটনার সাক্ষী হয়েছেন যেখানে শিশু নির্যাতনকারীরা অচিহ্নিত ও অদণ্ডিত থেকে যায়।  শিশুরা ভয়, অবিশ্বাস এবং নিজের বিশ্বাসযোগ্যতা হারানোর আশঙ্কায় মুখ খুলতে পারে না।

তিনি এমন এক সমাজে বড় হয়ে ওঠার অভিজ্ঞতার কথা বলেন, যা বাইরে থেকে আধুনিক মনে হলেও ভেতরে গভীরভাবে ভণ্ডামিতে ভরা—যেখানে কোনো শিশু যদি তার অভিজ্ঞতার কথা বলতেও চায়, তবু পরিবার অনেক সময় সামাজিক প্রশ্ন, যৌন কুসংস্কার এবং লজ্জার ভয়ে সত্যকে চাপা দিতে চায়।

শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাব সম্পর্কে বলতে গিয়ে সৌকর্য ঘোষাল বলেন, একটি শিশু যে মানসিক হিংসার মধ্য দিয়ে যায়, তা আজীবন তাকে বহন করতে হয়। এই ট্রমা বহু ক্ষেত্রে আত্মবিধ্বংসী পরিণতির দিকে নিয়ে যায়। আবার কখনও কখনও, দমিয়ে রাখা যন্ত্রণা যদি প্রতিশোধের রূপ নেয়, তবে পরিস্থিতি ভয়াবহ ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

‘OCD’ ছবির মাধ্যমে সৌকর্য ঘোষাল এক নির্যাতিত শিশুর দৃষ্টিভঙ্গি থেকে গল্পটি বলতে চেয়েছেন—যে শিশু নির্ভীক, সমাজের বিচারের তোয়াক্কা করে না এবং নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার প্রয়োজন বোধ করে না। এই ছবির কেন্দ্রে রয়েছে সেই শিশুর সত্য।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর