বাংলাদেশ যে সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা নতুন করে শুরু হয়েছে—এই সময় বেগম খালেদা জিয়া জাতির অভিভাবক হিসেবে ছিলেন। আমাদের এই ক্রান্তিকালে উনাকে ও উনার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল।
বাংলাদেশ যে সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা নতুন করে শুরু হয়েছে—এই সময় বেগম খালেদা জিয়া জাতির অভিভাবক হিসেবে ছিলেন। আমাদের এই ক্রান্তিকালে উনাকে ও উনার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল।
নাহিদ ইসলাম বলেন, ‘আজ পুরো জাতির মধ্যে শোক নেমে এসেছে। আমরা গুলশান কার্যালয়ে এসেছিলাম শোক ও শ্রদ্ধা জানাতে। বেগম খালেদা জিয়া অনেক দিন ধরে অসুস্থ ছিলেন।
এনসিপির এই নেতা বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আধিপত্যবাদ মুক্ত করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন, এই প্রজন্মের কাছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে।