শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

ভালো আছেন মুফতি নজরুল ইসলাম কাসেমী

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত হয়েছে

দেশের বিশিষ্ট ওয়ায়েজ, বরেণ্য আলেমে দ্বীন মুফতি নজরুল ইসলাম কাসেমী হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় ফিরেছেন। তিনি স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত রোববার (২৯ ডিসেম্বর) রাতে স্ট্রোক করলে বিশিষ্ট এই আলেমে দীনকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হসপিটাল) ভর্তি করা হয়। সেখানে তার হার্টে একটি রিং প্রতিস্থাপন করা হয়েছে।

জানা গেছে, চিকিৎসরা তাকে রিলিজ দিলেও বেশ কিছু দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এদিকে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুফতি নজরুল ইসলাম কাসেমীর গুজব ছড়িয়ে পড়ে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি এখন অনেকটাই সুস্থ। অবস্থার উন্নতি হওয়ায় রিং পরানোর একদিনের মাথায় তাকে হাসপাতাল থেকে রিলিজ দেন চিকিৎসকরা।

জানা গেছে, তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন। বাসার ভেতরে হাঁটাহাঁটি করছেন এবং কথাও বলতে পারছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর