শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে তাহেরীর মাহফিল বন্ধ, জানা গেল কারণ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত হয়েছে
মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী। ছবি : সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীর ওয়াজ-মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন। মাহফিল বন্ধ করায় আয়োজক কমিটি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি না নেওয়ায় মাহফিল স্থগিত করা হয়েছে।  

এর আগে গত ২৭ ডিসেম্বর মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামে হজরত হাবিব শাহ (রহ.)-এর ওরস মোবারক উপলক্ষে একটি সুন্নি মহা সম্মেলন ও ওয়াজ মাহফিল হওয়ার তারিখ ঠিক করা হয়েছিল।

মাহফিলে প্রধান অতিথি ও বক্তা ছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি। তিনি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের এমপি পদপ্রার্থী।মাহফিল পরিচালনা কমিটির সদস্য ফারুক মিয়া বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমাদের পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আমরা বড় ধরনের আর্থিক ও সাংগঠনিক ক্ষতির মুখে পড়েছি।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম বলেন, জেলায় যেকোনো মাহফিল ও ওরস করতে হলে জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু ওই মাহফিলের জন্য কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি।

তিনি বলেন, ইতোমধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে। যেহেতু মুফতি গিয়াস উদ্দিন তাহেরী এমপি পদপ্রার্থী, তাই তিনি ভোটের আগে ওয়াজ-মাহফিল করলে তা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের আশঙ্কা থাকে।

তাই মাহফিলটি স্থগিত করা হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর