মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিজয় দিবসের এক আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
সভার এক পর্যায়ে মুক্তিযোদ্ধা বছিরউদ্দিন তার বক্তব্যে বলেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিজয় দিবসের এক আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
সভার এক পর্যায়ে মুক্তিযোদ্ধা বছিরউদ্দিন তার বক্তব্যে বলেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
জুলাই আন্দোলনের যোদ্ধাদের পক্ষ থেকে দাবি করা হয়, এটি একটি পরিকল্পিত ঘটনা। তাদের অভিযোগ, আওয়ামী নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের নেতৃত্বে আসন্ন নির্বাচনী পরিস্থিতিকে অস্থিতিশীল করতেই এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বলেন, ‘বিজয় দিবসের মঞ্চে মুক্তিযোদ্ধার বিভ্রান্তিকর বক্তব্যকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের যোদ্ধারা প্রশাসনের কাছে বিচার দাবি করেন।