বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী পরিবর্তনের দাবিতে ম’শা’ল মিছিল ও বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৫ বার পঠিত হয়েছে
ছবি : maxtvbd

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী পরিবর্তনের দাবিতে তানভীর হুদার সমর্থকদের ম’শা’ল মিছিল ও বিক্ষোভ।

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার সমর্থকরা মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মতলব ব্রিজের টোল প্লাজা থেকে কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে ব্রিজের দক্ষিণ প্রান্তে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় বক্তব্য রাখেন—জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, জেলা মৎস্যজীবী দলের সহসভাপতি শহীদুল ইসলাম মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান শিপলু, যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজী, সারোয়ার ফরাজী, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার হাজারো নেতা-কর্মী আজ রাজপথে দাঁড়িয়েছে সঠিক প্রার্থী নির্বাচনের দাবিতে। তারা দাবি করেন, চাঁদপুর-২ আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সঠিক মূল্যায়ন হয়নি। যদি প্রকৃত পর্যালোচনা করা হতো, তাহলে দুর্দিনে দলের পাশে থাকা তানভীর হুদাই মনোনয়নের যোগ্য ছিলেন। তাঁর বাবা মরহুম নুরুল হুদা মতলবে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং এ আসন থেকে চারবার সংসদ সদস্য ও দুইবার প্রতিমন্ত্রী ছিলেন—এ ইতিহাস দলের সিদ্ধান্তে বিবেচনায় আনা উচিত বলে তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, তানভীর হুদা সবসময় নেতাকর্মীদের সুখ–দুঃখে পাশে থেকেছেন, কারাবন্দী নেতাকর্মীদের পরিবারকে সহায়তা করেছেন এবং নিজেও রাজনৈতিক মামলায় কারাবরণ করেছেন। তাদের দাবি, তানভীর হুদাকে চূড়ান্ত মনোনয়ন না দিলে চাঁদপুর-২ আসনে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আসনটির মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর