রাজধানীর খিলগাঁও থানা এলাকায় দোকান দখল, চাঁদাবাজি ও হামলার অভিযোগে ছয়জন নামধারীসহ অজ্ঞাত আরও ৮–১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। অভিযোগকারী মোঃ স্বপন মোল্লা (৩৬) বুধবার সবুজবাগ থানায় উপস্থিত হয়ে এ লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর ধরে পাকা মসজিদের সামনের ফুটপাতে “মার্কেট বণিক সমিতি” কর্তৃক ভাড়ায় নেওয়া একটি জুসের দোকান পরিচালনা করে আসছেন স্বপন মোল্লা। এ সময় দীর্ঘদিন ধরেই এলাকার পরিচিত সন্ত্রাসী প্রকৃতির কিছু ব্যক্তি দোকানটি দখল ও উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছিল বলে উল্লেখ করেন তিনি।
স্বপন মোল্লা অভিযোগ করেন, গত ১৬ অক্টোবর সকালে বেলা ১০টার দিকে বর্ণিত আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানের সামনে অবস্থান নেয় এবং তাকে হত্যার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামীরা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। এ সময় তার শপিং ব্যাগে থাকা আনুমানিক দুই লক্ষ টাকা নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামীরা পালিয়ে যাওয়ার আগে হুমকি দিয়ে যায় যে—দাবিকৃত চাঁদা প্রদান না করলে তাকে সুযোগ বুঝে হত্যা বা গুরুতর জখম করা হবে।
পরে স্থানীয়দের সহায়তায় তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে পরে থানায় অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন তিনি।
ঘটনার সত্যতা যাচাইয়ে সবুজবাগ থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি।