রাজধানীর কদমতলী থানার ৬৫ নম্বর ওয়ার্ডের সামাজিক সংগঠন তুয়ারধারা কল্যাণ সমিতি–র আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকা জুড়ে ইতোমধ্যে সরবতা তৈরি হয়েছে। কার্যনির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ পদগুলোতে সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়ে উঠেছেন। এরই ধারাবাহিকতায় সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সমাজসেবায় নিয়োজিত তরুণ উদ্যোমী মামুন হাসান মজুমদার।
স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগে মামুন হাসান মজুমদার দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। শিক্ষাসেবা, ন্যায়নীতি প্রতিষ্ঠা, দুঃস্থ সহায়তা, এবং এলাকাব্যাপী বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আধুনিক ও জবাবদিহিমূলক সাংগঠনিক পরিবেশ গড়ে তোলার প্রতি মামুনের আগ্রহ পূর্ব থেকেই স্পষ্ট। তরুণ নেতৃত্ব হিসেবে তিনি এলাকায় পরিচিত এবং বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর নজিরও রয়েছে তার।
এলাকায় মতবিনিময়কালে মামুন হাসান মজুমদার সমিতিকে আরও কার্যকর ও জনবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
তার ভাষ্য—
“সততা, ন্যায়নীতি, নিয়মানুবর্তিতা ও উন্নত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। তুয়ারধারাকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে সদস্যদের সহযোগিতা অতীব গুরুত্বপূর্ণ।”
তিনি জানান, সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি।
Max TV BD–এর প্রতিনিধি এলাকায় সরেজমিনে ঘুরে দেখেন, মামুনের প্রার্থীতা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া রয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের একাংশ তার নেতৃত্বে নতুনত্ব আসবে বলে মনে করছেন।
সামাজিক অবক্ষয় রোধ, শিক্ষাবান্ধব উদ্যোগ ও সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে মামুনের চিন্তা-চেতনা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলেও মন্তব্য করেন কয়েকজন সদস্য।
সমিতির দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন সংক্রান্ত আনুষ্ঠানিক সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। এদিকে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ইতোমধ্যে গতি পেয়েছে। তৃণমূল পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময়, আলোচনা সভা এবং ছোটখাটো প্রচারণা কর্মসূচিও চোখে পড়ছে।
তুয়ারধারা কল্যাণ সমিতির নির্বাচনকে সামনে রেখে পুরো এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সভাপতি পদে মামুন হাসান মজুমদারের প্রার্থীতা প্রতিদ্বন্দ্বিতাকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।