বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

তুয়ারধারা কল্যাণ সমিতির নির্বাচন ২০২৬–২০২৭ সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহ্ আলমের প্রার্থীতা ঘোষণা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৩ বার পঠিত হয়েছে
মাক্স টিভি বিডি গ্রাফিক্স

তুয়ারধারা কল্যাণ সমিতির আসন্ন নির্বাচনের কার্যক্রমকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে জনসংযোগ ও সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে দিয়েছেন। এরই মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে পরিচিত মুখ মোঃ শাহ্ আলম

অভিজ্ঞতা ও পূর্বেকার ভূমিকা

মোঃ শাহ্ আলম তুয়ারধারা কল্যাণ সমিতির সাংগঠনিক কাঠামো এবং কার্যক্রমের সঙ্গে বহুদিন ধরে যুক্ত। অতীতে তিনি—

  • তুয়ারধারা কল্যাণ সমিতি, ঢাকা–এর কালচারাল সেক্রেটারি, এবং

  • জামিয়াতুন নঈম জামে মসজিদের সাধারণ সম্পাদক
    হিসেবে দায়িত্ব পালন করেন।

সমাজকল্যাণ, শিক্ষাসেবা, যুবসম্প্রদায়ের উন্নয়ন ও দুঃস্থদের সহায়তায় তার সক্রিয় ভূমিকা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক পরিচিতি তৈরি করেছে।

সমাজ উন্নয়নে অঙ্গীকার

নির্বাচনকে সামনে রেখে শাহ্ আলম জানান যে, একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল সাংগঠনিক পরিবেশ গড়ে তুলতে তিনি প্রত্যয়ী। তার ভাষ্য অনুযায়ী—
“সমিতিকে আরও কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে রূপ দিতে চাই। সমাজের প্রতিটি শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি নৈতিক শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, শিক্ষাসেবা, ক্রীড়াচর্চা ও সামাজিক সহায়তামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে সুস্পষ্ট পরিকল্পনার কথাও তুলে ধরেন।

এলাকাবাসীর প্রতিক্রিয়া

Max TV BD–এর প্রতিনিধি এলাকায় খোঁজ নিয়ে জানতে পারেন, শাহ্ আলমের প্রার্থীতা নিয়ে সাধারণ সদস্যদের মধ্যে মিশ্র কিন্তু আগ্রহপূর্ণ সাড়া দেখা গেছে। অনেকেই মনে করেন, তার পূর্বের অভিজ্ঞতা ও সক্রিয় ভূমিকা সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে পারে।

নির্বাচনী পরিবেশ ক্রমেই উত্তপ্ত

এলাকার বিভিন্ন সূত্র জানায়, সমিতির নির্বাচনকে সামনে রেখে সব প্রার্থীর প্রচার কার্যক্রম জোরদার হয়েছে। তৃণমূল সদস্যদের সঙ্গে মতবিনিময়, ছোটখাটো সভা এবং ব্যক্তিগত যোগাযোগ বাড়ছে প্রতিদিনই।

এখনো ঘোষিত হয়নি নির্বাচনসূচি

সমিতির দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন পরিচালনার আনুষ্ঠানিক সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। তবে খুব শিগগিরই নির্বাচন পরিচালনা উপকমিটি তারিখসহ বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে।

তুয়ারধারা কল্যাণ সমিতির নির্বাচন ঘিরে এলাকাবাসীর আগ্রহ দিন দিন বাড়ছে। আগামী কমিটির সাংগঠনিক কাঠামো কেমন হবে—সে প্রশ্নেই এখন চোখ রাখছে সবাই।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর