আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘সংস্কারকে প্রত্যাখ্যান করা মানে আবারও ১৫ বছরের অন্ধকারে ফিরে যাওয়া এবং ভোট ডাকাতি করে, ভোটবিহীন নির্বাচন করে আবারও ফ্যাসিবাদের জন্য দরজা জানালা খোলা রাখা। এটি শহীদদের সঙ্গে বেঈমানি ও তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশকে আর পেছনে নেওয়া যাবে না।
এ সময় উপজেলা জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান, সেক্রেটারি মু. বেলাল হোসাইন, উপজেলা সাবেক আমির সাহাব উদ্দন, চৌদ্দগ্রাম পৌরসভা আমির মাওলানা ইব্রাহীম, গুনবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ মেম্বার, স্থানীয় জামায়াত নেতা মেশকাত উদ্দিন সেলিম, আইয়ুব আলী ফরায়েজীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।