বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত হয়েছে
হিরো আলম

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা এক মামলায় আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, অভিযুক্তরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নিয়মিতভাবে আদালতে হাজিরা দেননি। এ কারণেই তাদের জামিন বাতিলের আবেদন করা হয়, যা মঞ্জুর করে আদালত গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।

গত ২১ জুন সমঝোতার উদ্দেশ্যে হাতিরঝিল এলাকার একটি বাসায় উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ অনুযায়ী, সেসময় হিরো আলমসহ প্রায় এক ডজন অজ্ঞাত ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেন। পরে তারা রিয়া মনির বর্তমান বাসায় প্রবেশ করে লাঠি দিয়ে মারধর করে এবং শারীরিক আঘাতের পাশাপাশি তার গলার সোনার চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার দু’দিন পর, ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর