আগামী দিনে সরকারে গেলে সমাজ ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান বুঝে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ চাষাঢ়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র ও যুব অধিকার পরিষদের আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন আগামীর নারায়ণগঞ্জ গড়ার প্রত্যায়ে তারুণ্যের রাজনৈতিক সমাবেশের আয়োজন করা হয়।
নুরুল হক নুর বলেন, দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস চাঁদাবাজ ও মাফিয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার হওয়ার পরই বিবেচনা করা হবে গণ অধিকার পরিষদ কোনো জোটে যাবে কি না।
কোনো রাজনৈতিক দলই সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় না। কারণ তারা ভোট কেন্দ্র দখল করতে সন্ত্রাস ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করতে চায়। আগামী নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে সেই ফয়সালা হবে বলেও জানান তিনি।
সমাবেশে আরো বক্তব্য দেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান যুব অধিকারের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি সাব্বির রাজসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী।